এ.এইচ.এম আরিফুল ইসলাম
একটি ছেলের জন্ম হলো ১৯২০ সালে,
নাম ছিল তাঁর মুজিব ডাকতো খোকা বলে।
আদর, সোহাগ আর ভালোবাসায় কাটলো শিশুকাল,
কৈশরে পদার্পণ করেই ধরলো দেশের হাল।
কেউ কি জানতো ? সেই ছেলেটি হবে মহান নেতা,
লুকিয়ে আছে তাঁর হৃদয়ে বাঙলার স্বাধীনতা।
আপোসহীন সংগ্রামে ছিলেন অনেক ত্যাগী,
নত করেননি শির- শত্রুর কাছে আতংকিত বাগ্মী।
পাকিস্তানি শোষণের বিরুদ্ধে দাঁড়ালো সে রুখে,
দুরন্ত, নির্ভীক, সৎ-সাহস ছিল তাঁর বুকে।
সোনার বাঙলার স্বপন যাঁর বুকে করতো লালন,
তাঁর ডাকেই গড়ে তোলে বাঙালি মুক্তির আন্দোলন।
বাঙালি জাতির জন্য ছড়ালেন যিনি আলোর জ্যোতি,
তিনিই হলেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি।
কখনো বাঙালি জাতি শোধতে পারবে না বঙ্গবন্ধুর ঋণ,
বিশ্ব ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে থাকবে চিরদিন।
এ এইচ এম আরিফুল ইসলাম
সহকারী প্রধান শিক্ষক
কুঞ্জেরহাট ইসলামী একাডেমি
বোরহানউদ্দিন, ভোলা
মোবাইল: ০১৭৪৭-৮৯২১৩৫
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
