মুক্তবুলি প্রতিবেদক।।
শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত বরিশাল মেট্রোপলিটন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ০৮ অক্টোবর রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এসএম আলী নেছার। প্রধান অতিথি ছিলেন সরকারি বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর জাহান আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন কলেজের উপদেষ্টা অধ্যাপক মাহবুব উল আলম, চেয়ারম্যান আযাদ আলাউদ্দীন, ব্যবস্থাপনা পরিচালকক মো. আবু সাঈদ, পরিচালক সৈয়দ মো. মহাব্বতুল্লাহ, আতিক মাহমুদ বাবুল, আফতাব আহমদ ও কাওসার হোসাইন।
বক্তব্য রাখেন ইংরেজির জৈষ্ঠ্য প্রভাষক প্রভাষক মো. আবু সালেহ ও প্রভাষক রাহেলা আক্তার (আরজু), জীববিজ্ঞানের জৈষ্ঠ্য প্রভাষক শিরিন সুলতানা, সমাজ বিজ্ঞানের প্রভাষক খালেদা আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা প্রভাষক কাওসার রেজওয়ান ও মারজুকা আনাম।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করে এবং ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়া হয়।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
