মোঃ সুজন হাওলাদার জাকির :
নিয়ন্ত্রণহীন ঐ দানবের হাতে গুমরে কাঁদছে দেশ
জানিনা আমি কবে হবে এ দানবের শেষ।
এদিক সেদিক ঘুরছে মানুষ পাগলা ঘোরার মত
স্বাধীন দেশে পরাধীনতা চলছে অবিরত।
যে দেশে দ্রব্য মূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণহীন ভাবে বারে
সে দেশে কেমন করে সরকার থাকে গদি ধরে।
জনগন হলো বোকা সোকা ভয়ে কাঁদে অন্তর
কেন তারা করেনা ঘেরাও সকল সিটি বন্দর।
টাকা আছে মাল নেই মাল আছে টাকা নেই
লোকের মুখে শুনি নানান কথা গুন্জন
চারিদিকে হাহাকার দেশে আজ অন্ধকার
গরীবের উনুনে চলে নাকো দুবেলা রন্ধন।
গুটিকয়েক কোটি পতি সরকারের দৃষ্টির জোরে
টিকে আছে সবে তারা সরকারের দলালি করে।
বাকি সব ফকিরের পথিক শুন্য থলি ধরে
জীবনটা চলে তাদের অনাহারে অর্ধাহারে।
দুর্নীতি বাজরা বলে বড় কথা নাকে রুমাল দিয়ে
দেশ নাকি সুশোভিত অর্থ আর উন্নয়ন দিয়ে।
ব্রিজ আর রেল নিয়ে দেশ চলেছে আকাশ পানে
জনগনের পেটের ক্ষুধা মিটবে কি বল রেল- ব্রিজ কংকর খেয়ে।
ঘরে নেই চাল ডাল তেল সাবান বহুদূরে
ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছে মানুষ দ্বারে দ্বারে।
সন্ধ্যা পেরোলেই সকাল নামে চারিদিকে হাহাকার
কিস্তির ম্যাডাম আসছে তেরে কোথাও নেই পালাবার।
চারিদিকে অন্ধকার চোখে ধরে কুয়াশা
সুখের বদলে দুখের ধ্বনি আছে শুধু নিরাশা।
ছেলে কাদে বায়না ধরে টাকা দাও খাব মজা
পকেটে মোর শুন্য কড়ি আমি যে বাপু মিথ্যে রাজা।
মিথ্যে বানী দিয়ে মোদের তুষ্ট করেছে মন
দুর্ভিক্ষের দাবানল সামনে করেছে আগমন।
একটু পরেই হোঁচট খাবে ভেঙে হবে চুরমার
ক্ষুধার জালায় কাতর সবে চারিদিকে শুধু দুর্ভিক্ষের হাহাকার।
মোঃ সুজন হাওলাদার জাকির
উজিরপুর বরিশাল।