মুক্তবুলি প্রতিবেদক ।।
শিল্পী সংগ্রহ অভিযান উপলক্ষে ভোলায় সিতারা সাংস্কৃতিক সংসদের মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। ১১ মে শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোলা শহরের একটি মিলনায়তনে প্রাণবন্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিতারা’র প্রধান উপদেষ্টা মো. জাকির হোসাইন।
প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিতারা’র উপদেষ্টা হারুন উর রশিদ। সভাপতিত্ব করেন সিতারা’র সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন সিতারা সাংস্কৃতিক সংসদের পরিচালক আতাউর রহমান কামাল। সভায় ভোলা জেলার ৭ উপজেলার সাংস্কৃতিক সংগঠক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলহেরা শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক মো. আবদুল আজিজ। আবৃত্তি করেন সাংবাদিক আজিম উদ্দিন খান।
সভা শেষে অধ্যক্ষ মো. নজরুল ইসলামকে সভাপতি ও আতাউর রহমান কামালকে সেক্রেটারি করে সিতারা সাংস্কৃতিক সংসদ, ভোলা জেলার ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
