লিপিকা মিত্র
মায়ের ভাষা প্রাণের ভাষা
জন্ম থেকে পাওয়া,
কোন ভাষার সাথে তার
নেই যে তুলনা।
নর পিশাচ প্রথম ওরা
ভাষায় থাবা দেয়,
এমনি করে ভাগ বসায়
মোদের স্বাধীনতায়।
ফেব্রুয়ারির একুশ তারিখ
বিশ্বের কালো দিন,
ভাষার তরে মোরাই আগে
মরেছি সেদিন।
মোদের ভাষা কেড়ে নিতে
পেতে ছিল জাল,
রফিক শফিক সালাম’র রক্তে
রাস্তা হলো লাল।
ভাষার মাস যে ফেব্রুয়ারি
বাঙালি জাতির মূল,
তোমায় ধরে আনলাম ঘরে
করিনি তো ভুল।
লিপিকা মিত্র
সিনিয়র স্টাফ নার্স
বরিশাল সদর হাসপাতাল,
বরিশাল।
Post Views: ৪৯০