রূপবতী বাংলাদেশ

উম্মে শারমিন:

নামটি তার বাংলাদেশ
নানা রূপে আছে বেশ।
চোখ মেলে যেদিকে তাকাই
রূপে আমি মুগ্ধ হয়ে যাই।
সবুজের পর শুধুই সবুজ
মাথার ওপর নীল আকাশ।
মেঠো পথের দুপাশে
সবুজ সোনার ফসল হাসে।
দোয়েল, কোয়েল, ময়না, শ্যামা,
গান গেয়ে যায় সকাল সন্ধ্যা।
ভর দুপুরে গাছের তলায়
রাখাল ছেলে বাঁশি বাজায়।
গায়ের বধূ কলসি কাখে
পানি আনতে যায় যমুনাতে।
আপন মনে গানে গানে
মাঝি ভাই দ্বার টানে।
জেলে তখন জাল ফেলে
মাছ ধরে নদীর জলে।
যতই দেখি হয়না শেষ
রূপবতী বাংলাদেশ।

উম্মে শারমিন
মুলাদী, বরিশাল।

আরো পড়ুন

কৃষকের ঈদ : প্রাসঙ্গিক ভাবনা

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর ।। মুসলমানদের প্রধান আনন্দ ও খুশির উৎসব হচ্ছে ঈদের দিন। ঈদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *