হাসু কবির ||
শীত মানে ভীত মনে জলে নামা
উঞ্চতা খুঁজে পেতে গায়ে জামা
শীত মানে গায়ে ওঠা জার কাটা
কাছে দূরে ভীরু মনে পায়ে হাঁটা
শীত মানে মিঠে রোদ গায়ে মাখা
আঁটসাঁট মোটা জামা সাথে রাখা
শীত মানে টানাটানি লেপ কাঁথা
এক বালিশের পর দুই মাথা
শীত মানে ঘেঁষাঘেঁষি শুয়ে থাকা
ভালোবাসা প্রেম প্রীতি দিয়ে ঢাকা
শীত মানে বউয়ের আবদার
গলাগলি ধরে শোয়া নেই ছাড়
শীত মানে পিঠা পুলি ঘরে ঘরে
বর কণে ঘর বাঁধে আশা করে
শীত মানে শিশুদের প্যানপ্যান
বুড়াবুড়ি ভয়ে করে ঘ্যাণঘ্যাণ
শীত মানে খসখসে হাত ও পা
ঠোঁট ফেটে খাঁখাঁ করে কী লজ্জা
শীত মানে গরিবের যেন যম
ধনীদের বিলাসিতা হরদম।
Post Views: ৫৩০