মোঃ তুষার রায়হান ।।
অগ্নিঝরা এই মাসে
বীর বাঙ্গালি জেগে ওঠে,
আন্দোলনের ডাক আসে
স্বাধীনতার সুর ভাসে।
হাজারো মায়ের অশ্রু দেখে
যুদ্ধ করতে গেলাম,
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
স্বাধীনতা পেলাম।
লাল সবুজ এর রক্তাক্ত দিন
একাত্তর সাল জুড়ে,
যে দুর্ভিক্ষের তীব্র ছোঁয়া
থাকবে হৃদয়পুরে।
একাত্তরের এই দিনে
লাখ শহীদের প্রাণ শেষে,
স্বাধীনতার সুখ আসে
কোটি বাঙ্গালির প্রাণ হাসে।
মন ভরে যায় মায়ের হাসির
বিজয়ের গানে ,
এই দেশটাকে স্বাধীন করে
দেয় যে দোলা প্রাণে।
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬
মোঃ তুষার রায়হান
অর্থনীতি বিভাগ
সরকারি বি.এম কলেজ, বরিশাল।
মোবাইল: ০১৭৬৩৬৪৭৪২৮