অগ্নিঝড়া মায়ের ভালোবাসা

এ.এম. আবদুল জাহের

এ কেমন অগ্নিঝড়া ভালোবাসা ?
সেদিন ছিল যে বীর বাংঙ্গালীর
শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা,
ঢাকার চক বাজারের ইতিহাসে
স্মরণকালের লেলিহান অগ্নি শিখায়
প্রমাণ করে দিল যে,
মমতাময়ী মা-জননীর ভালোবাসা।

প্রদীপ্ত অগ্নি শিখার মাঝে
আঁকড়ে রেখেছো তোমার সন্তান,
এ পৃথিবীর সব ভালোবাসা তুমি
করে দিলে ম্লান।
জ্বলন্ত আগুনের লেলিহান শিখায়
স্নিগ্ধ মমতাময়ী ভালোবাসায়
মৃত্যুকে তুমি করেছো আলিঙ্গন,
স্বর্গলোকের এ ভালোবাসা তোমার
থাকবে চির অম্লান।

বাংলা মায়ের তোমার একী সাহসী সন্তান !
অগ্নি শিখার মাঝেও সে
ছাড়েনি মায়ের কোল,
সহস্র বছরের ভালোবাসা পেতে
আমরা বাংঙ্গালী প্রজন্ম
ছাড়বোনা মায়ের আঁচল।

তুমি যে মা ! রয়েছে তোমার মাতৃত্ব,
এ পৃথিবীর কে ? বলো মা ! তোমার উপর করে কতৃত্ব ?
তুমি জাগোরণ, তুমি চেতনা
তুমি যে মহীয়ান,
রবে যতদিন পদ্মা, মেঘনা ও যমুনা বহমান,
ততদিন মাগো, থাকবে তোমার মান।

 

এ.এম. আবদুল জাহের (এম.এ, এম.এড)

সিনিয়র সহকারি শিক্ষক, সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
হিজলা, বরিশাল।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *