অনাকাঙ্ক্ষিত তৃপ্তি

মাহামুদুল হাসান শিবলী ।।

হোক না লোডশেডিং আরো দীর্ঘ

অন্ধকারে ছেয়ে যাক বিবর্ণ এ নগরী।

কীটপতঙ্গের ছোটাছুটি হোক অবাধ

নাগরিক জীবনে নেমে আসুক কিছু কাঙ্ক্ষিত যন্ত্রণা

থমকে যাক অ আ’র মনোযোগী চর্চা

দাবদাহে বিতৃষ্ণ হোক নগরের ব্যস্ততম শ্রমিকটি।

হোক না এ লোডশেডিং আরো দীর্ঘ,

যার নীরবতায় তুমি আসবে আরো কাছাকাছি

তোমায় নিয়ে সমুদয় ভাবনারা যখন হবে আরো প্রমত্ত

চোখের পাতার ঠিক নিচেই হবে তোমার জবা ফুলের মত বদনখানির স্থান।

তোমার প্রিয় বাক্যগুলো যখন সরব ছোটাছুটি যোগাবে আমার কর্ণকুহরে

মস্তিষ্ক হবে তোমার উন্মাদনায় মত্ত।

যখন অন্ধকারে তোমার চঞ্চল হাসি জ্বালাবে এক যাদুকরী আলো,

যে আলোতে আমি হবো আলোকিত; আমার নগরী হবে আলোকোজ্জ্বল।

আমি চাই সে লোডশেডিং

হোক না সে লোডশেডিং আরো দীর্ঘ।

 

মাহামুদুল হাসান শিবলী

শিক্ষার্থী, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২ comments

Leave a Reply to Kamrunnaher Cancel reply

Your email address will not be published. Required fields are marked *