গাজী তাহের লিটন
.
পাখিটাকে ধরবো বলে
জোছনার কাছে গেলাম।
নীলিমায় ভাসবে বলে
বালুকাবেলায় হেসেছি।
তুমি আসবে বলেছো
অপেক্ষায় আছি এখনো।
তবুও ভোর হয় রোদ্দুরে
আমি মেঘ ভালোবাসি বলে!
তবুও স্বপ্ন মধুর হয়
অনেকটা পথ হেঁটেছি বলে!
কেন এতো মাতামাতি
কেন এতো অপেক্ষার কানামাছি!
হায়, কেউ যদি জানতো,
তোমার আমার দুটিপথ আর,
কালোমেঘের অনুভূতির গল্প!
০৭. ০৮. ২০২০, শুক্রবার