অপেক্ষায়

এরশাদ সোহেল :

তুমি অনেক বদলে গেছো।
প্রেয়সীর চেনা চোখের চাহনী, এলোমেলো চুলের গন্ধ,
নিতম্ব দোলানো পথ চলা,
সবকিছু যেনো আগের মত নেই।

যদি অবিকল আগের মত থাকতো!
জোছনার চাঁদ দেখাতাম রুপোলি ক্যানভাসে।
ভালবাসতাম ছাই রঙের ছবির মত।
ইনানীর ছন্দ দেখাতাম,যেখানে ঢেউগুলো সুর করে দেহাতি বধুর মত।
হাছনাহেনার গন্ধ শুকাতাম,যেখানে কবিতা হয় বারবার,
প্রেমিক খোঁজে কাব্য প্রেয়সীর জন্য।

মুগ্ধতা দেখেছি যে চোখে,সে চোখ যেনো দ্যাখে পৃথিবী
যে প্রেম দেখেছি ঘর্মাক্ত নাকের ডগায়,
সে প্রেম যেনো হারায় না কভু, সোনালি কেশের মায়ায়।

তবু ও খুজিঁ ফিরি
মেঘনার পাড়ে রোদেলা দুপুরে
যেখানে প্রেমিক খোঁজে স্পর্শ
প্রেয়সী হারায় মন,নবজীবনের অঙ্কুরে।

কত পথ,কত নদী পাড়ি দিয়েছি তোমাকে দেখার জন্য,
ভালবাসা খুজিঁ আজো দূর্গা দিঘীর জলে,তবু হৃদয় ধন্য।

তুমি নেই বলে…
ব্লু রঙের বাইকটা ও করে ক্রন্দন
বসে আছি ফেরার অপেক্ষায়
যদি পাই তোমার উষ্ণ আলিঙ্গন।

এরশাদ সোহেল :

লেখক ও শিক্ষক
তজুমদ্দিন, ভোলা

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *