অসুস্থ শহর

শামীম রেজা ।।

শহরের আজ বেজায় অসুখ!
তীব্র যন্ত্রণায় কাঁদছে,
মাঝরাতের বেশ্যারা বিকৃত মস্তিষ্কগুলোর
অবিরত ধর্ষণে।
অবৈধ বীর্যের অনাকাঙ্ক্ষিত
জীবনগুলোর পাপ কোথায়?
জীবন কখনো পড়ে থাকে ডাস্টবিন বা ময়লার স্তুপে;
নিষ্পাপ প্রাণগুলোর অধিকার
শুন্যে হাহাকার করে প্রতিধ্বনিত হচ্ছে কোটিবার।
তাদের অসার আহাজারি ভর্ৎসনা করছে প্রতিক্ষণে পরিচিত সমাজকে।

তাতে কি আসে যায়?
সমাজ চলছে আশ্চর্যজনকভাবে নিজ গতিতে!

ফুটপাতের ধুলিতে শুয়ে আছে-
এ সমাজের নৈতিকতা, শিক্ষা, বিবেক;
ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধা, শিশু বা আশ্রয়হীন মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হচ্ছে অত্যাধুনিক সভ্যতার নোংরা পদতলে।
হাড়কাঁপানো শীতে বস্ত্রহীন মনুষ্যত্বের নির্ঘুম রাত্রিগুলো সুশীল সমাজের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে –
কস্মিনকালেও প্রবেশাধিকার পেলোনা!
এ কেমন মানবতা?এ কেমন শিক্ষা,?এ কেমন মনুষ্যত্ব?
এ সমাজ মানুষের নয়;
এ সমাজ নাম না-জানা কোনো একদল হিংস্র প্রাণির।

শামীম রেজা
মাস্টার্স (অধ্যয়নরত), ইংরেজি বিভাগ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

One comment

  1. আমার ভাই শামীম রেজা একদিন খুব পরিচিত লেখক হবে। 🖤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *