শামীম রেজা ।।
শহরের আজ বেজায় অসুখ!
তীব্র যন্ত্রণায় কাঁদছে,
মাঝরাতের বেশ্যারা বিকৃত মস্তিষ্কগুলোর
অবিরত ধর্ষণে।
অবৈধ বীর্যের অনাকাঙ্ক্ষিত
জীবনগুলোর পাপ কোথায়?
জীবন কখনো পড়ে থাকে ডাস্টবিন বা ময়লার স্তুপে;
নিষ্পাপ প্রাণগুলোর অধিকার
শুন্যে হাহাকার করে প্রতিধ্বনিত হচ্ছে কোটিবার।
তাদের অসার আহাজারি ভর্ৎসনা করছে প্রতিক্ষণে পরিচিত সমাজকে।
তাতে কি আসে যায়?
সমাজ চলছে আশ্চর্যজনকভাবে নিজ গতিতে!
ফুটপাতের ধুলিতে শুয়ে আছে-
এ সমাজের নৈতিকতা, শিক্ষা, বিবেক;
ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধা, শিশু বা আশ্রয়হীন মানুষের মৌলিক অধিকারগুলো পদদলিত হচ্ছে অত্যাধুনিক সভ্যতার নোংরা পদতলে।
হাড়কাঁপানো শীতে বস্ত্রহীন মনুষ্যত্বের নির্ঘুম রাত্রিগুলো সুশীল সমাজের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে –
কস্মিনকালেও প্রবেশাধিকার পেলোনা!
এ কেমন মানবতা?এ কেমন শিক্ষা,?এ কেমন মনুষ্যত্ব?
এ সমাজ মানুষের নয়;
এ সমাজ নাম না-জানা কোনো একদল হিংস্র প্রাণির।
শামীম রেজা
মাস্টার্স (অধ্যয়নরত), ইংরেজি বিভাগ
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
আমার ভাই শামীম রেজা একদিন খুব পরিচিত লেখক হবে। 🖤