অস্বস্তির স্বস্তি

মোঃ আবদুর রহিম 

বিশ্বটা আজ অশান্তিতে থমকে গেছে চরমে

স্বস্তি কোথাও পাইনা খুঁজে  অস্বস্তিরই গরমে।

স্বস্তিপেতে যাওরে সবে মা, মাটির ঐ গেরামে
শ্বেত বলাকার ডানা সেথায় দিচ্ছে উঁকি আরামে।
.
দিলখোলা ঐ গাঁয়ের লোকের মুখ ভরা যে শরমে,
ধ্যান ধারণা সাদাসিধে, দিলটাও বেশ নরমে।
 .
কেউবা করে ঝগড়া ফ্যাসাদ, কারো ক্ষতি কলমে,
হৃদ কালিমা যায়না কভু মাখলে সেথা মলমে ।
দরিদ্রতা বাড়ছে কেবল, হ্রাস পায়না ক্রমে,
দুর্নীতিবাজ টাকার পাহাড় গড়ছে বিনা শ্রমে।
 .
গায়ের জোরে করছে বিকল দেশটা দিচ্ছে নিলামে,
জোর যার মুল্লুক তার, শ্লোগান এখন ঝিলামে।
 .
সারাজীবন পাপ করে ঢের, পড়ে নেতার প্রেমে,
তেলবাজিতে অগ্রে সবার, যায় দেখা যায় ফ্রেমে।
 .
গরিব মেরে প্রাসাদ গড়ে, অর্থ গড়ে বেনামে,
`হাজি’ নামের লকব কিনতে যায়রে ছুটে হেরেমে।
 .
বিশ্বটায় আজ জুলুমবাজি করছে দেখি জালেমে,
 মানবতার মহান ব্রতে, শান্তি আসে ইলহামে।
 .
শান্তি কোথাও পাইনা খুঁজে, শান্তি কেবল সালামে,
সঠিক পথে আয় ফিরে আয়, রসূল বলেন কালামে।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *