আহাদ আদনান :
চিঠি জমে গেছে খুব, রানারের ইদানিং কোভিডের দায়,
আকাশের দেশে শীতল ভীষণ, অশ্রু জমেছে অশ্রুর গা’য়।
আয়নামহল ভেতর বাহির, দুই দেশ দুই তার ভাষা,
প্রেরকের দল তাকিয়ে ঊর্ধ্বলোকে, চোখে স্বপন সর্বনাশা।
বদলে যাচ্ছে ব্যাকরণ, রোজ খোলস পাল্টে ফেলে বর্ণমালা,
খেরোখাতায় ভুলভাল ধুলো জমে কাঁদে প্রাচীন স্বর্ণ-পালা,
সেই অক্ষরে লিখে যাই আজও পরাজিত প্রেরকের বেশে,
কে জানে সুহৃদ, চিঠি পৌঁছুবে কি অয়োময় আকাশের দেশে।
মাধ্যাকর্ষণ কি কোনদিন রুখে দিয়েছিল রানারের ডানা,
তল্লাশি চালিয়েছিল কোনো ছলে বলে নীল আসমানি থানা,
নক্ষত্রের ধাঁধা মিলিয়ে, বাতলে দিয়ে যত গ্যালাক্সি শিলুক,
তবে নাকি দেখা মিলে, চিঠি খুঁজে নেয় তার গগণ মুলুক।
একদিন জবাব আসে, উল্লাসে মাতে প্রেরকের আয়োজন,
আকাশ শুধুই এক পরকলা, ওপারে পরম প্রিয়জন,
সংশপ্তক জ্বলে গৌরবে, থাকে না বিন্দুমাত্র পরাজয় রেশ,
শান্তির বারি বরিষে দেখো বিস্ময় সাগর, আকাশের দেশ।
আহাদ আদনান, মাতুয়াইল, ঢাকা।