নয়ন আহমেদ ।।
অগ্নিগর্ভা এই দেশকে জিগ্যেস করো— আমরা কারা।
কারা শিমুল ফুলের মতো দাবি নিয়ে আজ কাঁপায় রাজপথ।
আর প্রতিটি ভোরের রূপকল্পে হেসে ওঠে অগনিত আগামিকাল—
যার পাতায় পাতায় শিহরণ জাগায় বাতাস; — বলে, আমরাই মহাকাল।
আমরাই সূর্যসেন।
আমরাই প্রীতিলতা।
আমরাই তিতুমীর।
—এই কথা জানে মহামান্য বঙ্গোপসাগর। জানে তার উত্তাল ঢেউ।
এই কথা জানে সধবা গর্জন। জানে বাংলাভাষার পঞ্চাশ বর্ণমালা।
১৯৫২ জানে; জানে বিক্ষুব্ধ ৬৯
আমাদের পরিচয় জানে ১৯৭১;
স্বাধীন পতাকা।
আবু সাঈদের রক্তের শপথ, আমরাই সেই সূর্য, যারা কখনও অস্ত যায় না।
শপথ, গোলাপের মতো আদনান ও সাব্বিরের—
আমাদের অস্তিত্ব নষ্ট হয় না কোনও দিন।
শপথ, ওয়াসিমের সবুজ আত্ম — আমরা হারি না কোনও কালে।
শপথ, তন্বীর অবিনশ্বর হৃদয়—
আমরাই রাতের অন্ধকার ছিঁড়ে আলো বের করি।
শপথ, ঝরে যাওয়া বৃক্ষের অগনন পাতা—
আমরাই রৌদ্র – জ্যোৎস্নার কলস্বর।
অগ্নিগর্ভা দেশ জানুক— আমরা কে!
তমসা বিদীর্ণ করা আলো বলুক— আমাদের পরিচয়।
১৮ জুলাই ২০২৪