আমার দু’চোখ স্বপ্ন দেখে

অজয় কৃষ্ণ গোমস্তা ।।

আমার দু-চোখ কেবল পৃথিবী দেখে না
কেবল প্রকৃতির অপরূপ রূপ দেখে না
প্রকৃতির অপরূপ লীলা দেখে না।

আমার দু-চোখ শুধু স্বপ্ন দেখে
অনেক কিছু দেখে
অনেক কিছু ভাবে।
আমার দু-চোখ স্বপ্ন দেখে
কখনো ঘুমিয়ে
কখনো জেগে
কখনো দাঁড়িয়ে
কখনো বসে
কখনো বা হেঁটে হেঁটে
কখনো যেতে যেতে
কখনো অবসরে
আমার দু-চোখ অবিরত স্বপ্ন দেখে।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *