ইচ্ছে করে

জিল্লুর রহমান জিল্লু

.

ইচ্ছে করে নতুন করে

ছোট বেলায় যেতে

ইচ্ছে করে গাছে উঠে

পাকা ফল খেতে।

.

ইচ্ছে করে মাঠে মাঠে

ছুটাছুটি করি

ইচ্ছে করে খালে বিলে

হরেক মাছ ধরি।

.

ইচ্ছে করে বটতলাতে

দিনে-রাতে ছুটি

ইচ্ছে করে আগের মতো

মায়ের পিছে ঘুরি।

.

ইচ্ছে করে পাখির মতো

ডানা মেলে উড়ি

ইচ্ছে করে নানান দেশে

মনের সুখে ঘুরি।

.

ইচ্ছে করে স্বপ্ন দেখি

মনের মতো করে

ইচ্ছে করে বেঁচে থাকি

হাজার বছর ধরে।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *