বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

ইহুদি

.
তার জন্য পাঠালাম রৌদ্রসমেত একটা সূর্য।
ফিরতি ডাকে সে ফেরত পাঠালো ঘৃণা ।
পাঠালাম আমার আঙিনার ধবধবে ফরসা ছায়া।
সে খামে ভরে পাঠালো কুৎসিত অন্ধকার।
পাঠালাম বেলুন ও ঘুড়ি ওড়ানোর সহজ আকাশ।
সে পাঠালো ক্রোধ ও অহংকার।
তাকে পাঠালাম গোলাপ।
বিনিময়ে সে পাঠালো গোলাপি বারুদ।
এইভাবে আমাদের শতাব্দি গেল।
এইভাবে আমাদের দিন ও রাত্রির ফুল ফুটে ঝরে গেল।
.
তুমি কি ইহুদি? বলো, তুমি কি ইহুদি?
এত প্রত্যাখ্যানের ইতিহাস ক্যানো?
.
৮ জ্যৈষ্ঠ, ১৪২৮
২২ মে, ২০২১

আরো পড়ুন

গণতন্ত্র এবং জাতীয়তাবাদের অতন্ত্র প্রহরী বিএনপি

প্রফেসর ড. মো. মামুন অর রশিদ ।। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনী পূর্ববাংলায় গণহত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *