ঈদ আসে

মোহাম্মদ নূরুল্লাহ ||

ঈদ আসে ঐ ঈদ আসে
দুঃখীর মনের ব্যথা নাশে।

শপিংএ কেউ যায় সিঙ্গাপুর।
কেউবা যায় আরও বহুদূর।
টাকার পাহাড় আছে যাদের,
কেনাকাটা করে ভরপুর।

গরীব দুঃখীর একই জ্বালা
দানা পানি মিলবে কিনা।

কিসের ঈদ আর কিসের আনন্দ,
মিথ্যে সুখের ভান করে লুকায় যতো মন্দ।

ঈদ আসে ঐ ঈদ আসে
দুঃখীর মনের ব্যথা নাশে।

মধ্যবিত্তের টানাটানি
অহর্নিশ চলে।
তেল যদি কিনতে চায়, মাছ নাহি মিলে।

ছোট্ট শিশুর আবদার মেটাতে
নতুন জামার সন্ধানেতে
হাঁটছে বাবা ঘুরছে মাথা
কী করবে সে
অবশেষে…
স্থির করিল মন, চলছে এবার–
বঙ্গবাজার কিংবা পুরান মার্কেট
তাও কিনতে লাগে ভরা পকেট।
বৈষম্যের এই দিনগুলো কখনো কি অবসান হবে?

ঈদ আসে ঐ ঈদ আসে
দুঃখীর মনের ব্যথা নাশে।
আদৌ কি ঈদ আসে?
গরীব দুঃখীর দ্বারে!
অপচয় আর অপব্যয়ে
প্রতিযোগিতায় লিপ্ত হয়ে
ধনীর দুলাল আর দুলালীরা
নিত্য আছে মত্ত হয়ে।

ঈদ আসে ঐ ঈদ আসে
দুঃখীর মনের ব্যথা নাশে।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *