কামরুল ইসলাম :
কাছা দিয়া যাইতাছো কই, ওরে ও ভাই মতলা?
আইজগো দিহি বিষ্টি পড়ে, বেইন্না থিকা গাদলা!
জন্নায় নিহি ধাওয়ান দিছে, আনতে কইছে কাতলা;
হেই ফানে নি উতলা হইয়া, মাছের লাগি মাতলা;
নাকি বিবি খাইতে চাইছে এক বিঘাইত্যা গলদা;
উদলা হইয়া ম্যালা করছো ভাইঙ্গা চুইড়া বাদলা?
তাউল্লা মাউল্লা গরম কর; মুই কইলেই দোষ;
কোমড়ে দিহি গামছা বান্দা, চোহে পড়ছে ঠোস?
তোমগো নামে মামলা করুম উদলা কইবার লাইগা,
ব্যাতের মোডা ডান্ডার ডরে যাও নি চান্দু ভাইগা!
কামরুল ইসলাম
সহকারী শিক্ষক (ইংরেজি)
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, পিরোজপুর।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
