একান্ত ব্যক্তিগত 

মাহফুজুর রহমান
.
কেউ আমাকে বাঁধাকপির মত পরতে পরতে জড়িয়ে রাখুক, চাই না
কেমন দম বন্ধ বন্ধ লাগে!
কেউ মাথার উপর বট গাছের মত থাকুক
ছায়া দিক, রোদের তীব্রতা থেকে রক্ষা করুক
প্রচন্ড বৃষ্টি আর ঝড় থেকে রক্ষা করুক, চাই—
মাথা আর শরীর স্পর্শ করে ঝোপঝাড়ের মত চেপে ধরুক, চাই না—
দম বন্ধ বন্ধ লাগে!
কেউ আমার কাছাকাছি থাকুক, চাই
কিন্তু কেউ যদি সারাক্ষণ আপাদমস্তক লতার মত জড়িয়ে রাখে তাহলে তার জন্য করুণা হয়—
ইস! লতাটা মেরুদণ্ডহীন। নিজে সোজা হতে পারে না।
সবচে ভাললাগে কার্তিকের হালকা শীতের আলগা নকশিকাঁথা
কিন্তু পৌষের লেপ, কম্বল…
কেমন দম বন্ধ বন্ধ লাগে!

আরো পড়ুন

কৃষকের ঈদ : প্রাসঙ্গিক ভাবনা

মির্জা মুহাম্মদ নূরুন্নবী নূর ।। মুসলমানদের প্রধান আনন্দ ও খুশির উৎসব হচ্ছে ঈদের দিন। ঈদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *