নীলা আহমেদ ।।
.
একুশ মানে, ফিকে রঙে মেহেদী রাঙা হাত;
বুলেট আর বারুদের গন্ধে শোকার্ত প্রভাত।
.
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান মুখর রাজপথ,
অ আ ক খ রক্তের স্রোতে জনতার রুদ্র শপথ।
.
একুশ মানে হয়নি আঁকা তারায় ভরা উদার আকাশ,
সালাম, বরকত, রফিক, জব্বার রণ্জিত বাতাস।
.
একুশ মানে-
ভাই হারা বোনের গগন বিদারি চিৎকার,
রক্তে ভেজা বর্ণমালার বুকে বিজয় ফুৎকার।
.
ছেলেহারা মায়ের পাঁজর ভাঙা কষ্টের হাহাকার,
ক্ষতবিক্ষত বুলেটের বীভৎস অত্যাচার।
.
যদি পারতাম তৃষার্ত মায়ের অশ্রু মুছে দিতে,
মিছিলের কালো আঁধার থেকে লাল সূর্য ছিনিয়ে নিতে?
.
একুশ আমার অস্তিত্বে পাওয়া ছন্দের শিহরণ,
তপ্ত মরু বাংলা ভাষায় প্রাণের জাগরণ।
.
প্রতিদিনই দোয়েল ডাকে রাত্রি শেষে প্রভাত আসে,
পুবাকাশে শত শহীদ সালাম বরকত জব্বার হাসে।
.
একুশ মানে,
চির হরিৎ বাংলায় শহীদের অনন্ত বিচরন ;
হৃৎপিন্ডের রক্তে রাঙা লোমহষর্ক শিহরণ।
.
মায়ের ভাষার তরে পৃষ্ঠে বুলেট মৃত্যুভয়,
কোটি বাঙালির প্রাণের শঁশীরা অম্লান অক্ষয়।