আবু জাফর
শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই মুসলমানদের উপর যে নিগৃহ চলছে এবং মুসলমানরা যে একেবারে লাঞ্ছিত নিপীড়িত অবস্থায় পৌঁছে গেছে তার একটা কারণ তো নিশ্চয়ই আছে, অনেক কারণ আছে। তবে এর প্রধান দুটি কারণ হলো, আল্লাহ দুটো জিনিসকে খুব পছন্দ করেন। একটা হলো ঐক্যবদ্ধতা আর অন্যটি হলো জিহাদের তামান্না। যে মুসলিম জাতির মধ্য থেকে এই দুটো জিনিস উধাও হয়ে যায়, এই দুটো জিনিস থাকে না, ওই মুসলিম জাতির ললাটে নিগৃহ, লাঞ্ছনা এগুলো খুব স্বাভাবিক হয়ে উঠে।
সেজন্য, সারা পৃথিবীর মুসলমানের মধ্যে অনেক গুণাবলি আছে, কত যে ইবাদত-বন্দেগি আছে, তার কোনো শেষ নেই। কিন্তু এই দুটো গুণ ঐক্যবদ্ধতা ও শাহাদাতের কোনো তামান্না নেই। আর যদি তা না থাকে তাহলে ওই জাতি নিগৃহীত হবে, নিস্পেষিত হবে। এটাই সত্য।
লেখক: শিক্ষাবিদ, গীতিকার, সাহিত্যিক
[জাতীয় নাগরিক ফোরামের উদ্বোধনী সম্মেলনে লেখক প্রদত্ত ভাষণ; ২৮ অক্টোবর ২০০০ তারিখে। শিরোনাম আমাদের দেয়া]