মোশাররফ হোসেন
মমতা জড়ানো ম কে ভালোবেসেছি-
সে আমার মাতৃভাষা,
সবুজ শ্যামল ম হৃদয়ে রেখেছি-
সে আমার মাতৃভূমি।
রক্তাক্ত ম কে আমি জানতে চেয়েছি-
তা হলো মুক্তিযুদ্ধ,
আমাকে ওরা সত্যটা জানতে দেয়নি।
বাধা শৃঙ্খল মুক্ত স এর জন্য আজও সংগ্রাম করি-
তা হলো আমার কেড়ে নেয়া, স্বাধীনতা।
তৃপ্তির স আমাদের ছুতে পারেনি-
প্রাণের চাওয়া পরম শান্তি।
উজ্জ্বল নির্মল স আমাদের স্পর্শ করতে পারেনি-
তার নাম সুন্দর।
ওরা বাঁধা দেয় সোজা পথ বাঁকে।
আমায় মাঝে মাঝে একান্তে ছুঁয়ে যায়-
তমস্যাচ্ছন্ন নীলাম্বরী;
কখনো কখনো রাগিয়ে তোলে
চারিদিকের বিভক্তির কোলাহল।
মাঝে মাঝে আমায় আকৃষ্ট করে-
ওদের মিথ্যে চাকচিক্য,
চারিদিকে ওরা হানাদেয় সোজা পথ বাঁকে!
নতুন ভোরের আলোতেও গলেনি মিথ্যার পহাড়
ওরা ভুল করে মাটিচাপা দিতে চায় সত্যের বাহার।
তবুও নিরাশ নই, সোজা পথ আঁকি
তবুও স্বপ্ন দেখি, স্বপ্নের বীজ বুনি।
পারবেনা ওরা অসত্যের সাগরে ডুবাতে-
সত্যের সুউচ্চ মিনার।
১৯/১০/১৬