কবিতায় তুমি

রবীন্দ্রনাথ মন্ডল

আষাঢ় সন্ধ্যা-বাতায়নে বসে তাকিয়ে পথের পানে,
তোমার কথাটি ভাবছি শুধুই একমনে-এক প্রাণে।
তুমি যে রয়েছো হৃদয়ে মিশে সযতনে সারাক্ষণ,
প্রিয় হে তোমার মাঝেই আমার স্বপ্নের বিচরণ।
তুমি যে আমার প্রেরণা উৎস-তুমি উৎসাহ দাতা,
তোমাকে নিয়েই শব্দমালায় সাজে কবিতার খাতা।
তোমার রূপেতে মুগ্ধ হৃদয় -দূর হয়ে যায় দুখ্,
তোমার হাসিতে খুঁজে পাই আমি পুরো পৃথিবীর সুখ।
দু’চোখে তোমার দেখি আমি ওই আকাশের উদারতা,
বুক ভরা আছে ভালোবাসা আর মনে আছে সরলতা।
আজ এ আষাঢ় সন্ধ্যা লগনে যতনে তোমার ছবি,
এঁকেছি ছন্দে শুভ্র কাগজে – হয়েছি প্রেমের কবি।
পংক্তিমালার প্রতিটি শব্দে তোমার উপস্থিতি,
প্রতিটি বর্ণ সাজিয়েছি দিয়ে হৃদয়ের প্রীতি।

শব্দকুঞ্জ, জগদীশপুর
ঝালকাঠি।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

২ comments

  1. অসাধারণ কথামালায় সুন্দর প্রকাশ।

  2. সুন্দর! ভাল লাগল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *