নয়ন আহমেদ্
.
একটি উপমার জন্য অপেক্ষা করতে করতে ভোর নেমে এলো ।
লাল সূর্য উঁকি দিলো ।
নদী তার বুক খুলে দাঁড়ালো ।
গোলাপ তার গোপন দরোজা খুলে দিলো ।
সভ্যতা মেলে ধরলো তার শরিফ ছাতার মতোন আশ্রয় ।
.
তবু আমি একটা উপমা খুঁজে পেলাম না ।
.
সংসার চা -পাতার মতোন উচ্ছ্বাস ছড়িয়ে স্থির হলো ।
ছোট্ট মেয়েটি একটা প্রজাপতি ক্লিপের সৌন্দর্য বাড়ালো ।
কোনো কোনো হাত সেবাপরায়ণ হলো ।
লকডাউন ভাঙলো পৃথিবী ।
চোখের কোণে জমা হলো অশ্রু ও আনন্দের বাগ্বিধি ।
.
আমি একটা মানানসই উপমার জন্য বৃথাই খেটে গেলাম ।
.
১৭ জ্যৈষ্ঠ ১৪২৭
৩১ মে ২০২০
এই সময়ের একটি সেরা কবিতা