কবিতা : করোনাকাল # ৫

খৈয়াম আজাদ  
 
১.
একবার চাঁদ রাস্তা হারিয়ে আমাদের শহরে এসেছিলো
আমরা ভুল করে যাইনি তার কাছে।
ফলে সে একাকী চলে গেছে আপন বাড়ি।
তাই আমাদের কখনো আধাঁর তাড়ানো হলোনা।
২.
নুড়ি কুড়ানোর খেলায়
খেলতেই থাকলাম
মাঝে কতোবার তুমি আসলে
মৃদু মৃদু হাসিতে
আমরা তোমাকে দেখেও না চেনার
ভান করে চলেগেছি।
ফলে তুমি নাগালের বাইরেই থেকে গেলা।
৩.
বহু আগে থেকেই লক করে করে
প্রকৃতই জীবন হয়ে গেছে লকড।
তুমি যতোই বলো লগডাউন
আমরা ততোই লগওপেন বলে উত্থান করতে চাই।
কিন্তু আমাদের ধ্বজভঙ্গ হৃদয় উত্থাপিত হয়না।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

One comment

  1. মুক্তবুলির জন্যে শুভকামনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *