রফিক উল আলম
‘পথিক’! তুমি চলছো কোথায় ?
যাবে কোনবা পথে ?
এত পথের মাঝে কি আর
আসল পথটি পাবে ? দাড়াও পথিক ! একটুখানি ভাবো ,
পথের কড়ি আছে তোমার হাতে ?
কোথা থেকে আসলে তুমি ,
কোথায় তুমি যাবে ?
পথের মাঝে পথ হারালে
আর কি ফিরে পাবে ?
পথের কড়ি আছে তোমার হাতে ?
চাকচিক্যময় এ দুনিয়ায়
পরে গিয়ে গোলকধাঁধায় ,
ভূল করিলে শেষ হবে যে
রিসতা প্রভুর সাথে ৷
পথের কড়ি আছে তোমার হাতে ?
ধরার বুকে আসলে তুমি এই অঙ্গীকারে, অনুসরণ করবে তুমি ,
আলম সরওয়ারে,
সমর্পিত হয়ে যাবে পরম পরওয়ারেতে ৷
পথের কড়ি আছে তোমার হাতে ?
তিনিই রহমান, তিনিই রহিম ,
তিনি মালিক সাই ,
ধর্ণা দাও তারি কাছে , সঠিক পথের আশায় ,
সখ্য তুমি গড়ে তোল, শুধুই তাঁরি সাথে ৷
পথের কড়ি আছে তোমার হাতে ?
পথের কড়ি করো যোগাড়
তাঁরি আরাধনায় ,
সঠিক পথটি পাবে তুমি
গভীর সাধনায় ,
সাহায্য সবি পাবে শুধু ,তাঁরি বন্দনাতে ৷
পথের কড়ি জমছে কিছু হাতে ?
দুর্ভাবনার নেই যে কারণ
করলে তাঁদের অনুসরণ ,
মহান প্রভুর যাঁরা প্রিয়জন ৷
সরল পথটি পেতে হলে
চলতে হবে তাঁদের সাথে, পথের কড়ি থাকতে তোমার হাতে ৷
ঢাকা, ১১/০৪/২০২০
রফিক উল আলম, সিনিয়র ব্যাংকার ও সৃজনশীল লেখক