মোহাম্মদ এমরান
প্রয়োজন ফুরালেই
যারা ভুলে যান,
আপনাদের সাথে সম্পর্কের
দিলাম ইতিটান।
জানা অজানার আজ
হোক অবসান,
পালিয়ে থেকে আর
হবেন না পেরেসান।
চাই ভুলে যেতে আজ
মান অপমান,
পথে দেখা হলে পথিক
করবো সম্মান।
এক হয়না কখনোই
জমিন আর আসমান,
আর খুঁজবেন না অমায়
ভেবে লাভ লোকসান ।
আমি নইতো তালগাছ
আপনি ননতো সেগুন,
আমার পথ আমি দেখলাম
আপনার পথ খুঁজুন!
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
