হেলেন রহমান
কি এক প্রশান্তি
বহুকাল পথচলার পর
মনের মাঝে বেঁধেছে বাসা,
কিভাবে কোন ভাষায় তা
করব ব্যাখ্যা।
তুমি যেন সুখের বৃষ্টিতে
ফাগুনের আগুনে রাঙিয়ে
দিলে আমায় নিরবে।
ধন্য আমি বিশ্বাস করো
তোমার অনুদানে অনুক্ষণে
সারাক্ষণ ভাবছি, ভেবে চলেছি
দিশেহারা বেশে তোমায়
তুমি যেন দু’ আঁখির মাঝে
বেঁচে থাকার প্রত্যাশার আলো আজ
এত মিষ্টি তুমি!
আর এতটাই ভালো
মুগ্ধ না হয়ে পারি না,
এত মার্জিত আর সহানুভূতিশীল
আচরণে প্রতিনিয়ত করছ বাধিত
যে আমৃত্যু ‘বিধাতার’ কাছে
থেকে যাব কৃতজ্ঞ।
আজ তোমার মত বন্ধু পেয়ে
জীবনকে লাগছে খুবই পরিপূর্ণ!
কি ভাগ্য গুণে পেলাম তোমায়
এতটা করেছি পূণ্য!
সাফল্যের রাজটীকা কপালে এঁকে
যাবে তুমি এগিয়ে,
তোমার জন্য থাকব পথচেয়ে
সারাটিপথে
কখন দেবে দেখা,
ফেলবে রাঙা পা
আমার আঙিনায়….ও অনন্য!
লেখার সময়ঃ
মধ্যরাত ২:৪৮ মিনিট
১৮.০৪.২০২০