রবীন্দ্রনাথ মন্ডল
জ্যৈষ্ঠ সন্ধ্যায়
বসে আমি জানালায়
পুরনো স্মৃতির পাতা খুলছি ,
মধুর সে দিনগুলি
তাকাচ্ছে মুখতুলি
আজ যেন সব আমি ভুলছি ।
শৈশব – কৈশোর
আহা সে রোদেলা ভোর !
আর কী আসবে বলো ফিরে ,
আনন্দ – কোলাহল
উচ্ছ্বল – চঞ্চল
থাকতো এ প্রাণ শুধু ঘিরে ।
ওই সেই মেঠোপথ
চাপাতলা নদী তট
সব আছে – নেই সে শৈশব ,
দাড়িয়াবান্ধা খেলা
বোশেখ বিকেলে মেলা
হারিয়ে গেছে আজ সেই সব ।
বই-খাতা নিয়ে হাতে
সহপাঠীদের সাথে
যেতে যেতে হতো কত গল্প ,
মতের অমিল হলে
রাগটা আসতো চলে
হাতাহাতি হত কিছু অল্প ।
আবার একটু পরে
সব রাগ যেতো ঝরে
কতই মধুর সেই ক্ষণটি ,
ফিরে যেতে সেই কালে
হাসতে খুশির তালে
ছটফট করে এই মনটি ।
০১ জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ
শব্দকুঞ্জ , জগদীশপুর
ঝালকাঠি ।