এনামুল খাঁন
.
করোনা এসেছে পৃথিবীতে অন্ধকার সরিয়ে ভোরের শুভ্রতা ছড়িয়ে দিতে,
করোনা এসেছে মানুষের মিথ্যা অহংকার বিচুর্ণ করে ধুলায় মিশিয়ে দিতে ।
.
করোনা এসেছে করোনা এসেছে হাশরের ময়দানের ডেমো দেখাতে,
করোনা এসেছে ক্ষণস্থায়ী পৃথিবীর সবকিছুর অসারতার প্রমাণ দিতে ।
.
ক্ষুদ্র এক অনুজীবের কাছে বিপর্যস্ত আজ পৃথিবীর সব দাম্ভিক জাতি ,
পারমাণবিক বোমা অকেজো আজ দিশেহারা অবিশ্বাসীদের সঙ্গী-সাথি ।
.
করোনা এসেছে বৈষম্যের মর্ম-মূলে চরম আঘাত দিতে,
করোনা এসেছে চোখের পলকে আপনজন ছিনিয়ে নিতে ;
.
করোনা এসেছে মিছে-মায়া মিথ্যে অহংকারের ছানি সরাতে,
করোনা এসেছে পৃথিবীর মানুষেরে সত্য-ন্যায়ের সন্ধান দিতে ।
.
করোনা এসেছে জগতে তোমার নিজের কিছু নেই বুঝিয়ে দিতে,
করোনা এসেছে আমাদের চোখের রঙিন চশমাটা সরিয়ে দিতে ।
.
তবুও যাদের হুশ হবেনা তারা বলো ক্যামনে পরকালে পাবে ছাড়া,
তাদের জন্য রয়েছে মালিকের গড়া আগুনের কাঠগড়া ।
.
করোনা এসেছে জ্ঞান-বিজ্ঞানের সীমাবদ্ধতা বুঝিয়ে দিতে,
করোনা এসেছে ভন্ডপীরের মিথ্যা কারামতির মুখোশ খুলে দিতে।
.
করোনা এসেছে দেশের দুর্দিনে দেশ-পালানোদের চরম শিক্ষা দিতে,
করোনা এসেছে মৃত্যুর কাছে ভিআইপি বলে কিছু নেই বুঝিয়ে দিতে ।
.
করোনা এসেছে অবহেলিত কৃষকের গুরুত্ব বুঝিয়ে দিতে,
করোনা এসেছে কোট-টাই পড়া চোরদের মুখোশ খুলে দিতে ।
.
করোনা এসেছে নিয়েছে কেড়ে বহু ভাল মানুষের প্রাণ ,
তাইতো বুঝিনা জানাব ঘৃনা নাকি গাইব করোনার জয়গান ।
.
যুগে যুগে স্রষ্টা যদি না পাঠাতেন এ জগতে দুর্ভিক্ষ-মহামারি,
এ জগতে শেষ করে দিত এ মানব জাতি, মানুষের বাড়াবাড়ি ।
Mashaallah