রবীন্দ্রনাথ মন্ডল
করোনাকালে বন্দি ঘরে, বিষাদ ছেয়েছে মন,
ইচ্ছে করে বেড়াই ঘুরে, সুদূর পাহাড়- বন ।
সাতার কাটি নদীর জলে, মুক্ত বাতাসে শ্বাস,
পাখির সাথে মিতালী করি, আধার করি নাশ।
ইচ্ছে করে শিশুর মতো, দুষ্টুপনায় মেতে,
কাটিয়ে দেই সারাবেলা, যাক না বিষাদ কেটে।
সত্যি আজ ইচ্ছেগুলো, হৃদয়ে দিচ্ছে উকি,
যখন বন্দি আপন ঘরে, সবার জীবনে ঝুকি।
০৫/০৫/২০২০ খ্রিস্টাব্দ ।
শব্দকুঞ্জ, জগদীশপুর, ঝালকাঠি ।