করোনাময় পথচলা

আব্দুল্লাহ আল নোমfন
.
আগের মতোই দিনগুলি আজ
ভিন্ন মাত্রায় লাগছে,
এ যাত্রায় বেঁচে থাকাই
প্রশ্ন হয়ে জাগছে ।
.
সবার মনের স্বপ্নগুলো
স্বপ্ন হয়ে  থাকছে!
জমানো সব হিসেব নিকেশ
অনেক আগেই ভাগছে।
.
আরাম আয়েশ, ভোগবিলাসে,
তিক্ততা লাগছে,
তিন বেলার অন্ন জুটাতেই,
ভিন্ন পথ আঁকছে।
.
বার্ডফ্লু, সোয়ানফ্লু যতো ফ্লুই
এ ধরাতে আসছে!
সব ফ্লুতে রেহাই মিলছে,
করোনা নাহি ছাড়ছে।
.
এ যাত্রা কঠিন যাত্রা
মুক্তির মন্ত্র জপছে,
একত্ববাদে দু’হাত তুলে
হারানো দিন খুঁজছে।
.
কোথায় আজ তাবিজ তুমার,
কাজে নাহি আসছে,
মোল্লারা আজ খিলখিলিয়ে,
গাপ্টি মেরে হাসছে।
.
হুজুর, মোল্লা, ডাক্তার মশাই,
রেহাই নাহি মিলছে,
বিজ্ঞানীরা দিশেহারা
মাথায় ভাঁজ পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *