এ. এম. আবদুল জাহের
হে করোনা ! বলছি তোমায়
ধরনী থেকে কখন ?
নিচ্ছ তুমি বিদায়।
কেন তুমি বলো ?
মানব কুলের মুক্তি কামনায়
হওনি এখনও সদয়।
হে করোনা ! বলছি তোমায়
তুমি এসেছো তবে কী ?
মহান প্রভুর কৃপায় !!
নিপীড়িত-অসহায় মানব যেথায়,
শোষনের হাত থেকে মুক্তি পানে
চলে যাও সেথায়।
হে করোনা ! বলছি তোমায়
মানব জাতির প্রতি তুমি
কেন এতো নির্দয় ?
কসম তোমার প্রভুর
যাও সেথায়, ছিলে যেথায়,
মানব কল্যানে সিক্ত করো হৃদয়।
হে করোনা ! বলছি তোমায়
শোকের প্লাবনে বিশ্ব ক্লান্ত,
দোহাই তোমার প্রভুর
হও তুমি শান্ত।
স্বজন হারা বেদনায়
জগৎবাসী যে পরিশ্রান্ত।
হে করোনা ! বলছি তোমায়
শপথ তোমায় প্রভুর,
নিলাম আজ দীক্ষা,
চাই যে করুনা রবের।
ভুবনবাসীকে দিলে যে শিক্ষা
মাফ করো প্রভু , ক্ষমা দাও ভিক্ষা।
.
এ. এম. আবদুল জাহের (এম.এ,এম.এড)
সিনিয়র সহকারি শিক্ষক
সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
হিজলা, বরিশাল।