করোনার বিদায়

এ. এম. আবদুল জাহের

হে করোনা ! বলছি তোমায়
ধরনী থেকে কখন ?
নিচ্ছ তুমি বিদায়।
কেন তুমি বলো ?
মানব কুলের মুক্তি কামনায়
হওনি এখনও সদয়।

হে করোনা ! বলছি তোমায়
তুমি এসেছো তবে কী ?
মহান প্রভুর কৃপায় !!
নিপীড়িত-অসহায় মানব যেথায়,
শোষনের হাত থেকে মুক্তি পানে
চলে যাও সেথায়।

হে করোনা ! বলছি তোমায়
মানব জাতির প্রতি তুমি
কেন এতো নির্দয় ?
কসম তোমার প্রভুর
যাও সেথায়, ছিলে যেথায়,
মানব কল্যানে সিক্ত করো হৃদয়।

হে করোনা ! বলছি তোমায়
শোকের প্লাবনে বিশ্ব ক্লান্ত,
দোহাই তোমার প্রভুর
হও তুমি শান্ত।
স্বজন হারা বেদনায়
জগৎবাসী যে পরিশ্রান্ত।

হে করোনা ! বলছি তোমায়
শপথ তোমায় প্রভুর,
নিলাম আজ দীক্ষা,
চাই যে করুনা রবের।
ভুবনবাসীকে দিলে যে শিক্ষা
মাফ করো প্রভু , ক্ষমা দাও ভিক্ষা।

.
এ. এম. আবদুল জাহের (এম.এ,এম.এড)
সিনিয়র সহকারি শিক্ষক
সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
হিজলা, বরিশাল।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *