কাজী মঈনুল আলম
পাখিরা আজ মুক্ত, মানুষ বন্দী ঘরে,
বিশ্ব এখন লকডাউনে করোনার ডরে।
মরণাস্ত্র নেই; রকেট হামলা নেই, তবুও প্রাণ ঝরে,
মানুষ নয়, প্রকৃতি নয় ; সৃষ্টিকর্তাই সব করে ।
হানাহানি আজ বন্ধ, কমে গেছে সব দ্বন্ধ
পরিবেশ রয়েছে পরিচ্ছন্ন, ফিরেছে জীবনের ছন্দ
নির্বিচারে প্রকৃতিকে করেছি ধ্বংশ
বিস্তার হচ্ছে তাই মহামারির বংশ
সে কথা কি আমরা করছি অবগাহন?
কমছে কেন প্রাণের সম্মিলন।
তবুও কি আজ সৃষ্টিকর্তাকে করছি স্মরণ?
মাফ করে দাও, প্রভূ- ক্ষমা করে দাও
করোনার অভিশাপ থেকে; আমাদের বাঁচাও
ভূল করেছি মোরা, করেছি যত পাপ,
বাঁচাও তুমি আমাদের; করে দাও মাফ।
হয়তো একদিন ঝড় থেমে যাবে!
সবকিছু আবার স্বাভাবিক হবে।
কিন্তু; ‘করোনা’ দিয়ে যাচ্ছে যে দীক্ষা,
তা থেকে হবে কি আমাদের শিক্ষা ?
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
