করোনা ট্রেনের যাত্রী

এ. এম. আবদুল জাহের

.
করোনা ট্রেনের যাত্রী হে !
গন্তব্য যে কোথায় ?
জানিনা আমরা কেউ,
এ যে মেঘহীন সাগরের ঢেউ।

মোদের ডাকছে মৃর্ত্যুপুরী সেথায়-
শেষ হয়েও হবেনা তিমির সেই রাত্রী,
আমরা মানবকুল আজ
করোনা ট্রেনের যাত্রী।

আছি আমরা একই বগীতে
তবুও যে দেখা হয় না
কেউ কারো সাথে,
যা কিছু-ই ঘটে আঁধার রাতে।

কেউ আছে তৃষ্ণার্ত
কেউবা আবার ক্ষুধার্ত,
তবুও যে কিছু করার নেই
করোনা ট্রেন যে চলন্ত।

দূরন্ত গতিতে চলছে যে-
করোনা নামের ট্রেন,
পবনের বেগে ভেসে আসে
মৃর্ত্যুপুরী মানুষের ক্রন্দন।

যে ট্রেনে উঠতে
লাগেনা টিকেট কিংবা ভিসা,
মানব কুলের হারিয়ে গেছে
কাঙ্খিত সব আশা-ভরসা।

করোনা ট্রেনের গতি থামাতে-
কে উড়াবে লাল-নিশান পতাকা ?
পারে শুধু-ই এক আল্লাহ্
মহান প্রভু সৃষ্টিকর্তা।

এ. এম. আবদুল জাহের
সিনিয়র সহকারি শিক্ষক
সরকারি সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়
হিজলা- বরিশাল।

২ comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *