সুজন হাওলাদার জাকির ।।
.
দেশ নাকি স্বাধীন!
তবে কেনো পরাধীন?
সত্য কথা বললে কেনো
হতে হবে বিলীন?
.
বোবা হয়ে থাকবো কেনো
অন্ধকার এক ঘরে?
জালিমের ঐ জুলুম চলবে
কেনো অকাতরে?
.
নিজের টাকার অস্ত্র দিয়ে
নিজেই গুলি খাই,
স্বাধীন দেশের স্বাধীনতা
কোথায় গেলো ভাই?
.
আমার গায়ের রক্ত দিয়ে
রঞ্জিত স্বাধীন ভূমি,
স্বৈরাচারের দাবানলে
পুড়ছে মাতৃভূমি!
.
স্বাধীন দেশে কারফিউ কেনো
জাতি জানতে চায়,
গনতন্ত্রের নামে স্বৈরাচারের ছায়া
কেনো ঘুরে বেড়ায়?
.
দেশটা জুড়ে চলছে কারফিউ
চারিদিকে হাহাকার,
আতঙ্ক, ঐ বুঝি আসছে বুলেট
পুড়ে জীবন ছারখার।