শাহীন কামাল ।।
.
কী আছে সেই নথিতে,
ঘটেছে কীসব অতীতে?
কেন এত ক্ষেপেছেন,
ভয় পেয়ে কে কেঁপেছেন?
.
কোনটা তবে আসল কারণ,
জানতে চাওয়ায় আছে বারন!
থলের বেড়াল হয়েছে বের,
এসব তবে তারই জের?
.
আমরা হলাম আমজনতা
কিছু বলার নাই ক্ষমতা।
চোখে পড়ি চশমা টিনের
অভ্যাসটা তো অনেক দিনের।
.
আমলারাই যে দেশের মাথা
ইচ্ছে করলেই করবেন যা তা।
আইন করবেন ফাইন করবেন
টুটি লাগলে চেপে ধরবেন।
.
ওনারাই দেশের আসল মালিক,
আমরা গরিব টিয়া- শালিক।
তারাই হলেন দেশের চালক,
আমরা অবুঝ শিশু-বালক।
.
বসত করবেন সেকেন্ড হোমে
ঘুরতে যাবেন প্যারিস-রোমে।
টাকায় হাঁকান পাওয়ার যত
অন্য সবাই হবেন নত।
.
তাদের সাথে লাগতে আসে
কোন সাহসী রোজিনা?
কেমনে পেলো এত সাহস
আমি তো বুঝিনা।
.
খাত নিয়ে কথা বাদ
এতে হবে বাদানুবাদ।
তারচেয়ে এই ভালো
অন্য কাজে চিন্তা ঢালো।
.
মাহফুজ স্যারের শোনো গান
কয়টা ডেইলি যাচ্ছে প্রাণ।
হিরো আলমের দেখে নাচ
ফেইসবুকে দেও স্টেটাস।
.
কিন্তু আপায় করলেন কি
গরম তেলে ঢাললেন ঘি!
কার বাড়ি কানাডায়
তাতো প্রায়ই জানা যায়।
.
এ নিয়ে পত্রিকার পাতাতে
দেখা যায় নিউজ ছাপাতে।
কত টাকা কার ব্যাংকে
কে আছেন কোন র্যাঙ্কে?
.
এসব লিখে করেন লিড
সাংবাদিক আপা হলেন হিট।
একটু যদি চেপে যেতেন
আমলাদের দয়া পেতেন।
.
উল্টো পথে কেন হাটলেন
এই নিয়ে কেন মাতলেন?
মামলা হামলায় গেলেন জেলে
বুঝলেন আমলা কেমন খেলে !
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.

প্রতিবাদ হোক কবিতায় মানববন্ধনে ফেসবুকে চায়ের দোকানে ভিক্ষুক থালা হাতে যে যে ভাবে পারো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াও সবখানে ☘️🔥