জাকির আবু জাফর
এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিলো মন
ভিজলো অবাক লালের লীলা কৃষ্ণচূড়ার বন।
হৃদয় কেঁচে রঙ মেখেছে রক্তলালা ফুল
পল্লবিত পাতার খোঁপায় দুলছে সবুজ চুল।
একটি শালিক ঠোঁট চুবিয়ে ফুলের গন্ধ চাটে
ঠোঁটের ছোরায় আন›ে েেস ফুলের হৃদয় কাটে।
কৃষ্ণচূড়ার শরীর যেমন হৃদয় তেমন লাল
উধাও হাওয়ার আদর নিতে এলিয়ে রাখে গাল।
গালের ওপর বৃষ্টি ফোঁটা মুক্তো মতো জ্বলে
ঠোঁট ছোঁয়ানোর আগেই ঝরে এমনি টলটলে।
অচিন পুরের ভোমর আঁকে মুগ্ধ চুমুর ভার
মৌমাছিদের সঙে ফুলের গোপন অভিসার।
বৃষ্টিধোয়া এই লোহিতের লোলুপ চোখের তীর
উৎসব উচ্ছ্বাসে উজায় আনন্দ অস্থির।
একটি শ্যামা লেজ ঝাঁকিয়ে এডাল ওডাল শেষে
পাখনা ঝেড়ে পাঁপড়ি ঝরায় পুষ্পরাজ্যে এসে।
কৃষ্ণচূড়া ফুলের কাছে হৃদয় নাচে যার
বিপুল ঘোরে প্রেমের শিখায় জ্বলবে সে বারবার।