বিজন বেপারী:
ঝিঁঝিঁ পোকা ধরবে খোকা
মনে বড়ো স্বাধ,
পূর্ণিমাতে দিচ্ছে কিরণ
প্রিয় বন্ধু চাঁদ।
কতো ফন্দি করছে খোকা
একটা পোকা চায়,
ঝিঁঝিঁরাও চালাক চতুর
উল্টে ফিরে ধায়।
ঘন্টা বাজায় এবার খোকা
গায়ে মাথায় পরে,
পাখনা ধরে ঝিঁঝিঁ পোকার
খোকা মজা করে।
খোকার খুশি পোকার বুঝি
জানটা এবার যাবে,
বলো খোকা, মরলে পোকা
জানটা কোথায় পাবে?
বিজন বেপারী:
ঝালকাঠি, বরিশাল।