রুসমী ||
গন্তব্য বড় বিচলিত পথে
মনে হয় কোনো গতিশীল রথে,
গন্তব্য যেনো গিরগিটির রং
ভেসে বেড়ানো মেঘেদের ঢং
গন্তব্য কোনো দূরপাহাড়ের বন্য আড়ত
পেতে চাইলেই হয়ে যায় পারদ
গন্তব্য ভাবনা জুড়ে এক স্থির কাব্য
জটিলতায় এক করে দেখি এ আবার নব্য
কোনোভাবেই হতে পারি না এ পদের যোগ্য
কিছু ইচ্ছেকে পেছনে ফেলে
প্রত্যাশাকে বদলে ফেলে
পরিশ্রমকে ভাগ্য আর
প্রচেষ্টাকে হাতিয়ার ধরে
এগিয়ে যাই
অতঃপর গন্তব্যে পৌঁছাই।
গন্তব্য নাকি বহুদূর?
বলেছিল কোন অসূর ?