আব্দুল্লাহ আল মামুন
ধানক্ষেতে ইদানিং নেতাদের ছুট
কৃষকের চোখে যেন ভাসে লিলিপুট
একজনে ধান কাটে ক্যামেরাতে বিশ
বড় নেতাদের হাত করে নিশপিশ।
ঘরে থেকে লাভ নেই আমরাও যাই
ক্ষেতে গেলে হবে জানি দেশের সেবাই
তার সাথে তোলা হবে কি দারুণ পিক
এই ভেবে বড় নেতা হেসে উঠে ফিক।
কথা কম কাজ বেশি মাঠে যান নেতা
চামচার দল সাথে ছুটে যায় সেথা,
ধান দেখি পাকেনি সে রয়ে গেছে কাঁচা
কাঁচা ধান-ই কাটে নেতা কৃষকেরে বাঁচা।
বড় নেতা ধান কাটে বিশে তোলে পিক
এই নেতা জননেতা স্লোগান উঠে ‘ঠিক।’
লজ্জায় নুয়ে পড়ে কৃষকের মুখ
এমন সেবার তরে জাতি উন্মুখ?
কিঞ্চিত কাজ হলে প্রচারে তা ঢের
ধ্বংসের পথে দেশ যায় পাওয়া টের,
মনবতা তলানিতে হাবুডুবু খায়
কৃষকের চোখ কাঁদে লাজে বেদনায়।
রচনাকালঃ ৩০|০৪|২০২০, বরিশাল।