এনামুল খাঁন
একলোক সবখানে ছ’কে বলে শ
ছবি তার সবি হয়, বছ্ হয় বশ ।
ছক তার শক হয় ছড়ি হয় সরি
ছড়াছড়ি তার মুখে হয় সরাসরি ।
ছাল তার শাল হয় ছাগল হয় শাগল,
তাই নিয়ে মাঝে মাঝে লাগে গন্ডগোল ।
ছাকা তার শাখা হয় ছাতা হয় সাদা,
লোকে বলে বুঝিনারে কি যে বলে দাদা ।
ছাপ হয় সাপ আর ছদ্ম হয় সদ্য
তাই নিয়ে কেউ কেউ লিখে ফেলে পদ্য ।
ছোপ তার সোপ হয় ছিপি হয় সিকি,
তাই নিয়ে ছেলেপেলে করে লেখালেখি ।
ছ যদি শ হয় ছালা হয় শালা
ছ যদি শ হয় সেটা ভারী জ্বালা ।
Thank you for publishing my poem
wow…nice
Nice