জন্মের স্বার্থকতা কর্মে

আব্দুল্লাহ আল নোমান
.
জন্ম সবার ধন্য হয় না
ধন্য হয় তাঁর কর্মে,
কর্মই যার ধর্মে
লিখতে চাই তাঁর মর্মে।
.
লিখতে চাই অনেক কথা
ব্যক্তি খুঁজি হয়ে হন্যে,
জ্ঞানী, গুনি অনেক আছে,
ব্যক্তিত্ব অতি জঘণ্যে।
.
কর্মে অনেকেই স্বার্থান্বেষী,
উজাড় নয় অন্যের জন্যে,
বিবেকটাকে বিক্রি করে
প্রমাণ দিচ্ছে সস্তা পন্যে।
.
কলম আমার থমকে যাচ্ছে
লিখতে যাই যার মর্মে,
কাজে কর্মে অনেক কিছুই,
মিলছে না তার ধর্মে।
.
লেখার মোহে লিখতে বসলাম
জাতির বিবেকদের সমন্ধে,
অনেক বিষয়ে লিখতে
গিয়ে জড়ালাম যেন দ্বন্ধে।
.
ভালো মন্দের তারতম্যে
উপলব্দি অতি গন্ধে,
লিখতে গিয়ে থমকে যাচ্ছি
মানুষ পাচ্ছিনা পছন্দে।
.
শখ যেহেতু লেখালেখি
লিখতে চাই জাতি কিংবা ধর্মে,
যোগ্যদেরকেই স্থান দিয়ে
ফিরিয়ে আনতে ফর্মে।।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *