শারমিন আক্তার ||
মহামারী করছি পার তবুও আকাঙ্ক্ষা আরও বেঁচে থাকবার
তবুও স্বপ্ন দেখি
তবুও অভিমানে হই দিশেহারা।
তবুও সংসারী মন আগল খুলে
কখনো গায় নজরুলের ভাষায় শিকল ভাঙার গান।
কখনো প্রেমে টইটম্বুর
কখনো আসে বিষাদের সুর।
কখনো আসে বসন্ত নিয়ে সহস্র ফুলের সমাহার।
কখনো নিঃশ্বাস আটকে আসে
কখনো বিলীন হয় অট্টহাসির শব্দ
কখনো মনে হয় বন্ধুবিহীন আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে শুধুই একাকীত্ব।
তারপরেও পাখির ডানায় ভর করে এদেশ থেকে ঐ দেশে ছুটি।
কখনও অভিমান ভাঙাতে মেঘ হয়ে ছুটে যাই বন্ধুর বাড়ি দিয়েছিল যে এক জনমের আড়ি
তারপরেও স্বপ্নের চাষ হয়
কখনো রচিত হয় স্বপ্ন ভাঙ্গার গদ্য।
কখনো মনে হয় এই তো জীবন এভাবেই এগিয়ে যাবে খুঁজে পাবো বেঁচে থাকার মানে। দেয়া-নেয়া, অপ্রকাশিত কিছু আর শেষ যাত্রায় করিও না কোন আয়োজন
এইতো জীবন।
এক মহামারী করেছি পার তবু আকাঙ্ক্ষা সবাই কে নিয়ে বেঁচে থাকবার!
শারমিন আক্তার
ব্রাউন কম্পাউন্ড, বরিশাল।
Muktobuli | মুক্তবুলি Muktobuli is the most popular online blog to publish the rare news.
