ত্রিশ বছর পেরিয়ে গেছে 

শাহানাজ পারভীন
.
ত্রিশ বছর পেরিয়ে গেছে
এখন আমার পাক ধরেছে চুলে।
স্মৃতিগুলো ধীরে ধীরে হয়তো যাচ্ছি ভুলে।
ভুলিনি তোমার একজোড়া ভালোবাসায় নিমজ্জিত চোখ,
ভুলিনি তোমায় হারিয়ে ফেলা শোক।
ত্রিশ বছর পেরিয়ে গেছে,
এখন আমার নীল চোখ আর নীল নেই।
চোখদুটো আজ ঝাপসা ভীষণ,
তবু সেই চোখেই তোমায় দেখার স্বপ্ন এঁকে যাই।
.
তুমি যেদিন আমার হাতে বেঁধেছিলে সোনার পুঁতির রাখি,
তুমি যেদিন আমার পানে মেলেছিলে তোমার দুটি আখি।
তখন আমি একবিংশের উত্তাল যুবতী।
ত্রিশ বছর পেরিয়ে গেছে,
এখন আমার ফিকে হচ্ছে স্মৃতি।
.
আজ তোমার আর আমার মাঝে আলোকবর্ষ দূর,
তোমার সাথে চলতে মানা।
তোমার কাছে বলতে মানা।
কিন্তু তোমায় উজাড় করে ভালোবাসতে তো মানা নেই।
তাই এখন তোমায় ভাবনা দিয়ে ছুঁই।
.
তুই যখন বলতে আমায় ভালোবাসো,
আমি বলতাম পাগল বড্ড তুই!
ত্রিশ বছর পেরিয়ে গেছে,
ত্বকে এখন ভাঁজ জমেছে
হয়তো এখন পানের কৌটা পাশে,
হয়তো তোমার তীক্ষ্ণ সেই চোখদুটো আজ
ঢেকে গেছে চশমার মোটা কাঁচে।
.
ত্রিশ বছর পেরিয়ে গেছে,
এখনো আমার ডায়রির ভাঁজে লুকিয়ে আছে
তোমার দেওয়া শুকনো গোলাপ দল।
তোমার দেওয়া ঝর্না কলম রেখেছি অবিকল।
তোমার সব উপহার আজও আছে।
শুধু তোমার ঠিকানা নেই জানা।
জানলেই বা কি হতো বলো?
তোমার কাছে যাওয়া যে আমার মানা।

৪ comments

Leave a Reply to saleem Akhtar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *