নতুন ধানের গন্ধে

বিজন বেপারী

খালের পাড়ে মেঠো পথ
সাথেই ধানের জমি,
সোনার মতন ঝিকিমিকি
মনটা যায় যে ভরি।

কৃষক শ্রমিক কাস্তে হাতে
সোনার ক্ষেতে যায়,
নতুন ধানের গন্ধে তাদের
দুঃখ ভুলে যায়।

নতুন ধানের নবান্ন হবে
উৎসবে মশগুল,
পাড়া পড়শী মিলে মিশে
আনন্দে ভরপুর।

কৃষকের গোলা উঠবে ভরে
নতুন ধানে চালে,
খোকা খুকি খেলবে মাঠে
ফাঁকা মাঠের পরে।

বিজন বেপারী
সহকারি শিক্ষক
বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি।

আরো পড়ুন

ক্ষোভ

নীলা আহমেদ ।। বুকের গভীরে রক্তের ক্ষত সাঁতরাবো আর রক্তসিন্ধু কতো? রক্ত ঝরাতে পারিনাতো একা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *