মাহামুদুল হাসান শিবলী ।।
কী স্বাচ্ছন্দ্যে চলে যাওয়া যায়
মুক্ত আর স্বচ্ছ আকাশের পবিত্র আঙিনায়।
কত প্রশ্ন রেখে যায়, বিবেকে আঘাত হেনে যায়
বোবা প্রাণের স্তব্ধতা কাটেনা জমানো মুনাফিকতায়।
বোনের কান্না, মায়ের আহাজারিতে এ কালো আকাশ আর কাঁপেনা
বাবার মূর্ছা কিংবা চাপা ক্ষোভের নিঃশব্দ অভিযোগ আর আবেদন রাখেনা।
ডানা এভাবেই মেলে রেখো,
প্রভূর কাছে বসে প্রয়োজনে মায়ের মূর্ছা দেখিয়ে আমাদের নামে নালিশ দিও
অভিযোগ রাখবোনা সত্যি!
যেভাবে রাখিনি কোনো অভিযোগ তোমাদের পবিত্র প্রস্থানের দিনেও।
মাহামুদুল হাসান শিবলী
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।